প্রয়োজনে কল করুন (11 AM - 12 PM)

01778704257

লগ-ইন করে শেখা শুরু করুন

একাউন্ট না থাকলে সাইন আপ করুন

পাসওয়ার্ড রিসেট করুন

সাইন আপ করে এগিয়ে যান

By clicking "Sign up" I accept the Policies, Terms, and Conditions.

পূর্বের একাউন্ট থাকলে লগ ইন করুন

পাওয়ার অফ রিসোর্সেস ব্যপারটা জেনে নেয়া যাক!

15-12-2022

প্রতিটি ডিজাইনে আমরা যে আইকন, ইমেজ, ফন্ট ইত্যাদি ব্যবহার করি তাই মূলত রিসোর্স।
এই রিসোর্সের ক্ষমতা অনেক, কখনও ডিজাইনারের চেয়েও বেশি। (এই বিষয়টি গ্রহন করা ভাল)
যেমন একটি ভালো ইমেজ/ফটো ডিজাইনের মান বাড়িয়ে দেয়।

আমরা নিজের হাতে যা করি তাই শুধু ডিজাইন নয়, আমাদের পছন্দ, রুচি  এবং ডিজাইনে কি ব্যবহার করি তাও ডিজাইনের অংশ এমনকি শূন্যতাও আর্ট বা ডিজাইনের একটি অংশ।

উদাহরণঃ

একটি ডিজাইনে ফটো/ইমেজ ব্যবহারের মাধ্যমে যে মেসেজ দেয়া হলো সেটি বেশি গুরুত্বপূর্ণ, কি সফটওয়্যারে করা হয়েছে তা নয়।
অনেক সময় এমন হয় যে একটি ইমেজ ও টেক্সট ব্যবহারেই ডিজাইন তৈরি হয়ে যায়, খুব চিন্তা করতে হয়না (এটা রিসোর্সের গুণ) যার ফলে সময় বাচে, এবং এটি প্রফেশনাল কর্ম পদ্ধতিও বটে।

তাই বলা যেতে পারে টুলস/সফটওয়্যারে স্কিল্ড হবার মতই সঠিক রিসোর্স ব্যবহারেও দক্ষতা প্রয়োজন, তাহলেই আমাদের কাজের মান বাড়বে, এটিই মূলত আসল কাজ। নিজের রুচি/পছন্দ, কনসেপ্টের উন্নয়ন হলেই ডিজাইনের মান উন্নত হবে, শুধু সফটওয়্যারের টুল, ইফেক্ট, ফিল্টার ইত্যাদির কারনেই ভালো ডিজাইন তৈরি হয়না। নিজের ডিজাইন সেন্স আর সঠিক রিসোর্স নির্বাচন করতে জানা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

- আরিফ এইচ মাহমুদ

 

Share Blog