প্রয়োজনে কল করুন (11 AM - 12 PM)

01778704257

লগ-ইন করে শেখা শুরু করুন

একাউন্ট না থাকলে সাইন আপ করুন

পাসওয়ার্ড রিসেট করুন

সাইন আপ করে এগিয়ে যান

By clicking "Sign up" I accept the Policies, Terms, and Conditions.

পূর্বের একাউন্ট থাকলে লগ ইন করুন


টার্মস এবং কন্ডিশনস


  • আমাদের কোর্সগুলো যদি অন্য কারো জন্য কিনতে চান তাহলে যার জন্য কোর্সটি কিনছেন তার নিজের ডিটেইলস (নাম, ইমেইল ও ফোন) ব্যবহার করবেন। কেননা যে নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই নামে অটোমেটিক কোর্স সার্টিফিকেট তৈরী হবে।
  • অ্যাকাউন্ট (ইউজারনেম এবং পাসওয়ার্ড) অন্য কারো সাথে শেয়ার করলে বিষয়টি অবৈধ বলে গণ্য হবে এবং যেকোন সময় অ্যাকাউন্টটি টার্মিনেট করা হবে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে আর কোর্স এক্সেস করা যাবে না। আমাদের কোর্সগুলো শুধু একজন ইউজারের জন্য অনুমোদিত, অর্থাৎ যিনি কিনেছেন শুধুমাত্র তার জন্য। আত্মীয়স্বজন কিংবা বন্ধু কারো জন্য অনুমতি নেই।
  • আমাদের কোর্সগুলো যিনি কিনেছেন তিনি নিজের জন্য ব্যবহার না করে অন্য কোথাও কোর্সগুলো ব্যবহারের চেষ্টা করলে কিংবা এধরনের কোনকিছু ডিটেক্ট হওয়া মাত্রই একাউন্ট স্থায়ীভাবে ব্যানড হয়ে যাবে।
  • আমাদের কোর্সগুলো আপনার একটি কম্পিউটার এবং একটি মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। বিশেষ কারণে অন্য কম্পিউটার থেকে ব্যবহার করার প্রয়োজন হলে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি ব্যাতীত এধরনের কোনকিছু ডিটেক্ট হওয়া মাত্রই একাউন্ট স্থায়ীভাবে ব্যানড হয়ে যাবে। আমাদের কোর্সগুলো কোনো অবস্থাতেই ডাউনলোড করার অনুমতি নেই। (ডাউনলোড সুরক্ষিত করা রয়েছে) যদি কেউ ডাউনলোড করার অহেতুক চেষ্টা করেন এধরনের কোনকিছু ডিটেক্ট হওয়া মাত্রই একাউন্ট স্থায়ীভাবে ব্যানড হয়ে যাবে।
  • কোর্স ম্যাটেরিয়ালস/টিউটোরিয়াল ডিস্ট্রিবিউশন/শেয়ার করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ তাছাড়া এমন কর্মকান্ড নৈতিক ভাবেও ঠিক নয়! যা আমাদের সফল হতে দেয়না।
  • কোর্সগুলো তৈরিতে আমাদের অনেক পরিশ্রম হয়। আমরা বিস্বাস করি আমাদের সকল ইউজার/স্টুডেন্টস যথেষ্ট সৎ ও নীতিবান, তারা কখনই এমনটি করবেন না যা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করে।
  • যদি কেউ যেকোনো ধরণের পাইরেসি কিংবা শর্ত ভঙ্গ করেন তাহলে তার একাউন্ট ব্যান্ড করা সহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোর্স কেনার পুর্বেই "কোর্স ডিটেইলস" ভালভাবে দেখে নিন, পরবর্তীতে ভুল/অভিযোগ গ্রহণ করা হবে না। এবং কোর্স কেনার পর কোন প্রকার রিফান্ড রিকোয়েষ্ট গ্রহণযোগ্য নয়।
  • ইউএক্স ক্লাব কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস পরিবর্তন করার ক্ষমতা রাখেন।
  • - শুভকামনায়, ইউ এক্স ক্লাব।